ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্তি

নাজমুলের বাড়িতে উৎসবের আমেজ

নাজমুলের বাড়িতে উৎসবের আমেজ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর নূরনগর গ্রামে বাড়িতে ফিরেছেন এমভি আব্দুল্লাহ জাহাজের নাবিক নাজমুল হক। সোমালিয়া জলদস্যুদের জিম্মিদশা থেকে ৬৭ দিন পর গতকাল বুধবার সকালে বাড়ি ফেরায় আনন্দ উৎসবে মেতে ওঠে পরিবার, আত্মীয়স্বজন ও গ্রামবাসী। তার এ বাড়ি ফেরার মধ্য দিয়ে পরিবারের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। এ সময় মা-বাবাকে জড়িয়ে ধরে নাজমুল আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তিনি সাংবাদিকদের বলেন, সোমালিয়ার জলদস্যুদর হাতে জিম্মি থাকাবস্থায় মা-বাবার সাথে কথা বলার কোনো সুযোগ পাওয়া সম্ভব হয়নি। এমন অবস্থায় ভেবেছিলাম মা-বাবাসহ পরিবারের কারো সাথেই আর দেখা হবে না। নামাজ আদায় করে জলদস্যুদের হাত থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতাম এবং আমাদের যেন বাবা-মায়ের বুকে ফিরিয়ে দেয়। মহান আল্লাহ আমাদের রক্ষা করেছেন। এজন্য আমরা বাবা-মায়ের বুকে ফিরতে পেরেছি। গ্রামের বাড়ি এসে অনেক ভালো লাগছে এবং বেশ কিছুদিন বাড়িতে অবস্থান করব। ঈদের পর আবারো জাহাজে ফিরব বলে তিনি জানান। এ সময় মা-বাবাসহ পরিবারের সবাই আবেগাপ্লুত হয়ে বলেন, আল্লাহ আমার বুকের মানিককে কোলে ফিরিয়ে দিয়েছে। এজন্য আমার আর কোনো কিছু চাওয়ার নেই। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া এবং ছেলেকে ফিরে পেতে যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞ। উল্লেখ্য, গত ১২ মার্চ সোমালিয়ান জলদস্যুরা ভারত মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ অপহরণ করে ২৩ জন নাবিককে জিম্মি করে রাখে। এদের মধ্যে বন্দি জাহাজের ক্রু হিসেবে ছিলেন নাজমুল হক। প্রায় ৩৪ দিন পর ১৪ এপ্রিল ভোরে জলদস্যুদের কবল থেকে জাহাজসহ ২৩ নাবিক মুক্ত হয়ে জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছে। সেখান থেকে মিনা সাকার নামের আরেকটি বন্দরে চুনাপাথর ভর্তি করার পর চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজ। মুক্ত নাবিকরা ২ মাস ৫ দিন পর বাংলাদেশে ফিরেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত