ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পায়রা বন্দরের প্রথম টার্মিনাল

প্রথমবারের মতো ভিড়ল বিদেশি মাদার ভ্যাসেল

প্রথমবারের মতো ভিড়ল বিদেশি মাদার ভ্যাসেল

পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটিতে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো ভিড়েছে পানামা’র পতাকাবাহী ‘জেন’ নামের একটি মাদার ভ্যাসেল। গত বুধবার দুপুরে বন্দরের নবনির্মিত জেটিতে ২৪ হাজার মেট্রিকটন লাইমস্টোন নিয়ে এ জাহাজটি নোঙ্গর করে। এটি বন্দরের জন্য একটি মাইলফলক বলে মনে করছে কর্তৃপক্ষ। প্রথমবারের মতো বন্দরের নিজস্ব টার্মিনালের নিজস্ব জেটিতে জাহাজ নোঙ্গর করায় অনেকটা উচ্ছ্বসিত বন্দরের কর্মকর্তা ও কর্মচারীরা। এর আগে গত ১০ মে জাহাজটি দুবাই এর ফৌজিয়া বন্দর থেকে ৫০ হাজার ৫০০ মেট্রিকটন লাইমস্টোন নিয়ে পায়রার আউটারে এসে পৌঁছায়। পরে আউটারে ২৬ হাজার ৫০০ মেট্রিকটন লাইমস্টোন লাইটারের মাধ্যমে খালস করে। ২০০ মিটার দৈর্ঘ্যরে এ জাহাজটির প্রস্থ ৩৩ মিটার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত