ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মির্জা ফখরুল

সরকার পরিবর্তনে আন্দোলনের কোনো বিকল্প পথ নেই

সরকার পরিবর্তনে আন্দোলনের কোনো বিকল্প পথ নেই

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ভাসানী অনুসারি পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, শুধু ফারাক্কা বাঁধ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের ১৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টনের ক্ষেত্রে গড়িমসি করা হচ্ছে। দীর্ঘ দিনেও এই সমস্যার সমাধান হচ্ছে না।

বিএনপি মহাসচিব আরো বলেন, বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তাদের নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছি, গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করছি, লড়াই করছি, আমরা সব রাজনৈতিক দলগুলো আমরা সেই সংগ্রাম করছি গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত