ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হাসপাতালে লিফট সচল হওয়ায় রোগীদের স্বস্তি

সিরাজগঞ্জে হাসপাতালে লিফট সচল হওয়ায় রোগীদের স্বস্তি

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের লিফট নষ্ট থাকার পর এখন সচল হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে এ লিফটের মেরামত কাজ শুরু করেন টেকনিশিয়ানরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতালের ৫ম তলার ওপরে বর্ধিতকরণ কাজের জন্য একটি লিফট বন্ধ রয়েছে। কয়েকদিন ধরে আরেকটি লিফট নষ্ট থাকায় রোগী ও তার স্বজনরা অসহনীয় দুর্ভোগের শিকার হয়। বিশেষ করে অসুস্থ রোগীর হেঁটে উপরে ওঠানামা করতে হতো। এছাড়া ওষুধসহ বিভিন্ন পথ্য আনতে ভোগান্তির শিকার হতো তারা। ৩ দিন পর লিফট চালু হওয়ায় হাসপাতাল পাড়ায় স্বস্তি ফিরে এসেছে। এ বিষয়ে ওই হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার রায় সাংবাদিকদের বলেন, গত বুধবার সন্ধ্যায় নষ্ট লিফটের মেরামত কাজ শেষ হয় এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে লিফটটি উন্মুক্ত করে দেয়া হয়েছে। ওইদিন রাত থেকে লিফটের মেরামতের কাজ শুরু করে টেকনিশিয়ানরা। টেকনিক্যাল কাজের ব্যাপারে আগেই সময়ের কথা বলা যাচ্ছিল না। এ লিফট সচল হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তি কমেছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত