সিরাজগঞ্জে হাসপাতালে লিফট সচল হওয়ায় রোগীদের স্বস্তি

প্রকাশ : ১৭ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের লিফট নষ্ট থাকার পর এখন সচল হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে এ লিফটের মেরামত কাজ শুরু করেন টেকনিশিয়ানরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতালের ৫ম তলার ওপরে বর্ধিতকরণ কাজের জন্য একটি লিফট বন্ধ রয়েছে। কয়েকদিন ধরে আরেকটি লিফট নষ্ট থাকায় রোগী ও তার স্বজনরা অসহনীয় দুর্ভোগের শিকার হয়। বিশেষ করে অসুস্থ রোগীর হেঁটে উপরে ওঠানামা করতে হতো। এছাড়া ওষুধসহ বিভিন্ন পথ্য আনতে ভোগান্তির শিকার হতো তারা। ৩ দিন পর লিফট চালু হওয়ায় হাসপাতাল পাড়ায় স্বস্তি ফিরে এসেছে। এ বিষয়ে ওই হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার রায় সাংবাদিকদের বলেন, গত বুধবার সন্ধ্যায় নষ্ট লিফটের মেরামত কাজ শেষ হয় এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে লিফটটি উন্মুক্ত করে দেয়া হয়েছে। ওইদিন রাত থেকে লিফটের মেরামতের কাজ শুরু করে টেকনিশিয়ানরা। টেকনিক্যাল কাজের ব্যাপারে আগেই সময়ের কথা বলা যাচ্ছিল না। এ লিফট সচল হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তি কমেছে বলে তিনি উল্লেখ করেন।