গাজায় ইসরায়েলি অভিযান
হামাসকেও দায়ী করলেন মাহমুদ আব্বাস
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
গাজায় ইসরায়েলি অভিযানের জন্য হামাসকেও দোষারোপ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গত বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মানামায় আরব দেশগুলোর জোট আরব লিগের ৩৩তম সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর তাদের একক সিদ্ধান্তে ইসরায়েলে যে হামলা চালিয়েছিল, সেটিই ইসরায়েলকে গাজা উপত্যকায় আক্রমণ করার অজুহাত এবং ন্যায্যতা দিয়েছিল। এ ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানকে সমর্থন করেছে। তাদের কাছে এই অভিযান ন্যায্য এবং এই ন্যায্যতার ভিত্তিও হামাসের গত ৭ অক্টোবরের হামলা বলে জানান তিনি। আরব দেশগুলোর উদ্দেশ্যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, আমাদের জনগণের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সরকারকে তার দায়িত্ব পালনে সক্ষম করার জন্য আরব বিশ্বের সুরক্ষা জালকে সক্রিয় করা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে আরব লীগ এক বিবৃতিতে ফিলিস্তিনের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে ১ হাজার ২০০ মানুষকে হত্যা এবং ২৪২ জনকে ধরে নিয়ে যায় হামাস। এর জবাবে ওই দিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।