চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক এক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী নিয়োগের মৌখিক পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়েছে জয় বিশ্বাস নামের এক পরীক্ষার্থী। সে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে উত্তীর্ণ হয়েছিল, কিন্তু মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়ে যায়। জয় বিশ্বাস বাঁশখালীর নাপোড়া বাজার এলাকার কাঞ্চন বিশ্বাসের ছেলে। গতকাল সকালে জয় বিশ্বাসকে (২৬) নামে ওই পরীক্ষার্থীকে আটক করে সিভিল সার্জন কার্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া। তিনি জানান, সহকারী পদের নিয়োগ পরীক্ষা দিতে আসা সুজন বড়ুয়া নামে এক পরীক্ষার্থীকে সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রক্সি পরীক্ষার বিষয়টি স্বীকার করে। পরে তার নথিপত্র দেখে পরীক্ষায় প্রক্সি দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানা যায়, সে ভাইবা বোর্ডে প্রক্সি দিতে গিয়ে ধরা পড়ে। এর আগে গত ৮ মে প্রক্সি দিতে আসা তিনজনকে আটক করে সিভিল সার্জন কার্যালয় কর্তৃপক্ষ।