উখিয়ায় অস্ত্রসহ চার রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশ : ২০ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে হ্যান্ডগ্রেনেড, ওয়ান শুটারগান, এসএমজি, বিপুল পরিমাণ গোলাবারুদসহ চার রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। গত শনিবার রাত পৌনে ৩টার দিকে ক্যাম্প-২০ এর বিপরীতে কাটাতারের বাইরে বাগান পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। সংবাদ সম্মেলনে অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

এপিবিএন সূত্রে জানা যায়, নাশকতার পরিকল্পনার তথ্য পেয়ে বাগান পাহাড়ে অভিযান শুরু করে এপিবিএন। গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ অভিযানের একপর্যায়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলো ক্যাম্প-১৭ এর এইচণ্ড৮১ ব্লকের দ্বীন মোহাম্মদের ছেলে আমির হোসেন(২৯), এইচণ্ড১০০ ব্লকের ফজল করিমের ছেলে জিয়াউর রহমান (৩২), ক্যাম্প-৫ এর সি-৪ ব্লকের আব্দু সালামের ছেলে সৈয়দুল আমিন (৩০) ও ক্যাম্প-৭ এর এ-১ ব্লকের বাদশা মিয়ার ছেলে মো. হারুন (২২)।

সংবাদ সম্মেলন ১৪ এপিবিএন অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত চারজন-ই আরসা’র সন্ত্রাসী গ্রুপের সাথে জড়িত এবং উখিয়া থানার অস্ত্র, মাদকসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারকৃতরা ক্যাম্পকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা করে অস্ত্র মজুত করছিল বলে জানান তিনি।