রাণীনগরে ১ কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার

প্রকাশ : ২০ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে পুকুর খননের সময় কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে উপজেলার কালিগ্রাম ইউপির রাতোয়াল বাজার থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলেছে, মূর্তিটি লক্ষ্মী-নারায়ণের কষ্টি পাথরের। ওজন ১৪ কেজি ৭০০ গ্রাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে উপজেলার রাতোয়াল গ্রামে শুকবর নামে এক ব্যক্তির পুকুর সংস্কার করা হয়। ওই পুকুর থেকে রাতোয়াল বাজারে জায়গা ভরাটের জন্য একজনের কাছে মাটি বিক্রি করা হয়েছে। গতকাল সকালে ওই সব মাটি শ্রমিকরা সমান করতে গেলে লক্ষ্মী-নারায়ণ মূর্তি বের হয়। এ সময় বিষয়টি স্থানীয়রা জানতে পেরে থানা পুলিশকে জানান। খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে।

রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, যার মূল্য আনুমানিক কোটি টাকা হবে। আইনি প্রক্রিয়া শেষে মূর্তিটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।