ইরানে প্রেসিডেন্ট নির্বাচন ২৮ জুন
প্রকাশ : ২২ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
আগামী ২৮ জুন ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গত সোমবার বিচার বিভাগীয়, নির্বাহী ও আইনসভা কর্তৃপক্ষের প্রধানদের বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (ইরান) এ খবর জানিয়েছে।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত প্রেসিডেন্ট প্রার্থীদের নিবন্ধন করা হবে। আর প্রচার-প্রচারণা চলবে ১২ থেকে ২৭ জুন। সব কিছু ঠিক থাকলে ২৮ জুনই হবে দেশটির ১৪ তম প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির সংবিধানের ১৩১ নম্বর অনুচ্ছেদ অনুসারে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ার পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। ফলে দেশটিতে আগামী ২৯ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত আছেন। সোমবারই তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। পূর্ব আজারবাইজান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ সময় তার সাথে নিহত হন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও।