ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খুলনা মহানগরীর আধুনিকায়ন কাজের সূচনা

খুলনা মহানগরীর আধুনিকায়ন কাজের সূচনা

খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের আধুনিকায়ন কাজ শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গতকাল বুধবার সকালে নগরীর পিটিআই মোড় থেকে ২২টি মোড়ের আধুনিকায়ন কাজের শুভ সূচনা করেন। কেসিসির ‘গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন’ প্রকল্পের আওতায় ১১ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ মোড়সমূহের আধুনিকায়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্কিটেক্ট ডিসিপ্লিনের একটি টিম ২২টি মোড় আধুনিকায়নের পূর্ণাঙ্গ ডিজাইন সম্পন্ন করেছে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পারভেজ ট্রেডিং ও স্পেস কন্সট্রাকশন যৌথভাবে কাজটি বাস্তবায়ন করছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, কেসিসির মেয়র প্যানেলের সদস্য এসএম রফিউদ্দিন আহমেদ, কাউন্সিলর মো. জিয়াউল আহসান, সড়ক ও জনপথ অধিদপ্তর-খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেক্ট ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনোয়ার হোসেন মিয়া, মো. আবুল কালাম আজাদ ও খন্দকার হোসেন আহমেদ, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সাজ্জাদ তানভির ও মো. নাসির হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ ২২টি মোড় হচ্ছে- বঙ্গবন্ধু চত্বর (পুরাতন ময়লাপোতা মোড়), সোনাডাঙ্গা থানার মোড়, খুলনা মেডিকেল কলেজের সম্মুখস্থ মোড়, বয়রা বাজার মোড়, বয়রা মহিলা কলেজ মোড়, শিববাড়ি মোড়, বৈকালী মোড়, গোয়ালখালি মোড়, নতুন রাস্তার মোড়, দৌলতপুর মহসীন মোড়, রয়্যাল মোড়, পিটিআই মোড়, টুটপাড়া কবরখানা মোড়, শান্তিধাম মোড়, পাওয়ার হাউজ মোড় ও রেলস্টেশন মোড়, জোড়াগেট মোড়, নূর অপটিক্যাল মোড়, কেসিসি সুপার মার্কেট মোড়, কোর্ট মোড়, সদর থানা মোড়, পিকচার প্যালেস মোড় ও ডাকবাংলো মোড়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত