সিরাজগঞ্জে চুরি ও হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেয়া হয়েছে। এসব হারানো মোবাইল তারা ফিরে পাওয়ায় পুলিশ প্রশাসন প্রশংসিত হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গত বুধবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জিয়াউর রহমান মোবাইল মালিকদের এসব মোবাইল ফোন তুলে দেন। তিনি সাংবাদিকদের জানান, মোবাইল ফোন চুরি ও হারানোর জিডি নিয়ে নিয়মিত কাজ করছে সাইবার ক্রাইম মনিটরিং সেল। এ সেলের প্রযুক্তিতে ৫০টি মোবাইল বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়। এসব মোবাইল উদ্ধার করতে পেরে আমরাও আনন্দিত। পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, বিভিন্ন সময় চুরি ও হারিয়ে যাওয়া ফোনের জিডির সূত্র ধরে বিশেষ প্রযুক্তির মাধ্যমে এসব মোবাইল উদ্ধার করা হয়। জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় পুলিশ, সাইবার ক্রাইম ইনিভেস্টিগেশন সেল ও মিডিয়া সেলের কর্মকর্তাসহ মোবাইল ফোন সেটের মালিকরা উপস্থিত ছিলেন।