ঢাকা ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রধান বন সংরক্ষক

বন রক্ষায় সকল জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে

* উপকারভোগীদের মাঝে ৭টি ইকো-রিকশা, * ২০ সেলাই মেশিন বিতরণ
বন রক্ষায় সকল জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে

কক্সবাজাররর সবুজ বেষ্টনী সৃজন, প্রতিবেশ পুনরুদ্ধার এবং ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্পের উপকারভোগী ও বন নির্ভরশীল জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলায় সবুজ বেষ্টনী সৃজন, প্রতিবেশ পুনরুদ্ধার এবং ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্পের আওতায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভিন্ন রেঞ্জের উপকারভোগীদের মধ্যে বিকল্প জীবিকায়নের জন্য সাতটি ইকো-রিকশা এবং ২০টি সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়। গতকাল শনিবার কক্সবাজার রেঞ্জের হিমছড়ি নিসর্গ সেন্টারে এ আয়োজনের উদ্যোগ নেয় কক্সবাজার দক্ষিণ বন বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বন ভবনের পরিকল্পনা উইং উপ-প্রধান বন সংরক্ষক ড. মো. জগলুল হোসেন।

চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম। এ সময় সবুজ বেষ্টনী সৃজন, প্রতিবেশ পুনরুদ্ধার এবং ইকো-ট্যুরিজমের উপকারিতা ও সুফল নিয়ে কথা বলেন প্রধান অতিথি প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। তিনি সামাজিক বনায়ন এবং বন রক্ষায় স্থানীয় জনগণের ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখেন এবং বন রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। উপকারভোগীরা বনবিভাগের পক্ষ থেকে এমন সহযোগিতা পেয়ে খুশি হয়েছেন। এবং নিজেদের অভিমত প্রকাশ করেন। বাগানের উপকারভোগীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা এবং বিনামূল্যে ইকো-রিকশা এবং সেলাই মেশিন বিতরণের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বক্তারা সামাজিক বনায়নের আর্থিক সুবিধাসমূহ, বিকল্প জীবিকায়নে সরকারের উদ্যোগ এবং বন রক্ষায় সামাজিক বনায়নের উপকারভোগীদের এগিয়ে আসার জন্য আহ্বান করেন। এতে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত