উপজেলা নির্বাচন

চন্দনাইশের আবু ও ঈশ্বরদীর ইমদাদুলের প্রার্থিতা বাতিল

প্রকাশ : ২৭ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম জেলার চন্দানাইশ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহম্মেদ চৌধুরী এবং পাবনা জেলার ইশ্বরদী উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ইমদাদুল হকের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব জাহাংগীর আলম গতকাল দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে এব সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তার আগে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে দুই প্রার্থীর উপস্থিতিতে শুনানি হয়। সচিব বলেন, দুই প্রার্থীকে ইসিতে তলব করা হয়েছিল। তাদের বক্তব্য আলাদা আলাদাভাবে কমিশন শুনেছে। তাদের বক্তব্যে সন্তোষজনক না হওয়ায় প্রার্থিতা বাতিল করা হয়েছে। গত ৮ মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আগের আচরণবিধি ভঙ্গ করায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। পরে তিনি আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান।

দ্বিতীয় দফায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাতিল হয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা। ভোটের দুই দিন আগে হাই কোর্টের আদেশে তিনি সেই প্রার্থিতা ফিরে পান।