ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

কোনো দলকে জোর করে নির্বাচনে আনার ক্ষমতা কমিশনের নেই

কোনো দলকে জোর করে নির্বাচনে আনার ক্ষমতা কমিশনের নেই

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, বাংলাদেশে ৪৪টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিবন্ধন রয়েছে। প্রতিটি দলের স্বাধীনতা আছে নির্বাচনে অংশগ্রহণ করা, না করা। সেখানে কারো হস্তক্ষেপ করার ক্ষমতা নাই।

গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, তবে নির্বাচন কমিশন সব সময় চায় নির্বাচনে সব দল আসুক। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি চলে আসছে, তা দূর করার ক্ষমতা কমিশনের হাতে নেই। এটা রাজনৈতিকভাবে হয়েছে এবং রাজনৈতিকভাবেই শেষ হবে। আমাদের সেই পরিস্থিতি শেষ করে দেয়ার মতো কোনো সুযোগ নাই। আমরা সব সময় বিভিন্ন আহ্বান জানিয়েছি যেন সব দল নির্বাচনে অংশ নেয়। আমরা ডাকছি, কিন্তুতারা আসছে না। আমরা তাদের জোর করে এনে বসাব তার কোনো সুযোগ বা ক্ষমতা কমিশনের নেই। তবে কেউ যদি নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে আমরা স্বাগতম জানাব। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় তৃতীয় ও চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত