ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সরকারকে নিয়ে কথা বলতে ভালো লাগে না

মন্তব্য ফখরুলের
সরকারকে নিয়ে কথা বলতে ভালো লাগে না

বর্তমান সরকারকে নিয়ে কথা বলতে ভালো লাগে না বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা মুখে যতই কথা বলুক, যাই করুক, আসলে এদের কোনো অতিত্ব নেই। তার প্রমাণ আজকে একেক করে বের হচ্ছে সব জায়গায়। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ কার সৃষ্টি প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, যার আজকে হাজার-হাজার কোটি টাকার দুর্নীতির কথা বের হচ্ছে। আজকে চারিদিকে তাকিয়ে দেখেন, শুধু তাদের দুর্নীতি আর দুর্নীতি। দেশকে বাঁচাতে হলে নতুন চিন্তাভাবনা নিয়ে আগাতে হবে বলে যোগ করে মির্জা ফখরুল বলেন, যারা দেশকে ভালোবাসেন, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত