পররাষ্ট্রমন্ত্রী আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন

প্রকাশ : ৩০ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে জাতিসংঘের কর্মসূচিতে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন। অ্যান্টিগুয়া এবং বারবুডায় ‘স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস (এসআইডিএস) : চার্টিং দ্য কোর্স ট্যুর রেসিলিয়েন্ট প্রসপ্রেরিটি’ বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের পর, তিনি যুক্তরাষ্ট্রে তিন দিনের সফরে যাচ্ছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র সফরকালে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও অস্ট্রিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। হাছান মাহমুদ জাতিসংঘ মহাসচিব, শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল, মিয়ানমারে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত এবং জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের সভাপতির সঙ্গেও বৈঠক করবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) দেশগুলোর রাষ্ট্রদূতদের অনুষ্ঠানেও ভাষণ দেবেন।