ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পাঁচ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে জাতীয় পরিবেশ পদক

পাঁচ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে জাতীয় পরিবেশ পদক

পরিবেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর জাতীয় পরিবেশ পদক পাচ্ছে পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এরইমধ্যে এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেটে বলা হয়েছে, নীতিমালা অনুযায়ী প্রতিটি ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য ২২ ক্যারেট মানের ২ তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য এবং নগদ ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।

আরও জানানো হয়, ব্যক্তি পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে যশোরের মো. আব্দুল ওয়াহিদ সরদার, পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচারে ঢাকার মুহাম্মদ রকিবুল আহসান রনি (আহসান রনি) এবং পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন এবার জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন। প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে মৌলভীবাজার পৌরসভা এবং পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচারের ক্ষেত্রে পরিবেশ পদক পাচ্ছে আরণ্যক ফাউন্ডেশন।

গেজেটে বলা হয়, জাতীয় পরিবেশ পদক নীতিমালা অনুসারে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৩’ দেওয়ার জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত