সংসদীয় কমিটির বৈঠক
গার্মেন্ট শ্রমিকদের টিসিবির স্মার্ট কার্ড দেওয়ার সুপারিশ
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
গার্মেন্ট শ্রমিকদের জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট কার্ড দেওয়ার জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, আগের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, গার্মেন্ট মালিকরা কর্মীদের সুষ্ঠু তালিকা দিলে সাবসিডাইসড প্রাইজে না হলেও রেশন আকারে অন্তত ন্যায্যমূল্যে স্বল্প আয়ের মানুষ যাতে টিসিবির পণ্য কিনতে পারেন, সেজন্য টিসিবির কার্ডের বিশেষ ব্যবস্থা করা হবে। ওই বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছিলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবির ডিস্ট্রিবিউশনে একটু পরিবর্তন করা হয়েছে এবং টিসিবির সুবিধাভোগী এক কোটি পরিবারের তালিকা হালনাগাদ করার জন্য সংসদ সদস্যদের চিঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন, এমপিদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকারের এজেন্সিগুলো যাচাই-বাছাই করে তাদের (এমপি) সুপারিশের মাধ্যমে তালিকা হালনাগাদ করতে হবে। টিসিবির একই দক্ষ ডিলারদের পুনঃনিয়োগ ও স্থায়ী ডিলার নিয়োগের চিন্তাভাবনা আছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। ওই বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, এ ছাড়া সমবায়ের অধীনে যে গোডাউনগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে, তা পুনরায় চালু করার এবং টিসিবির কসকোর বেহাত হয়ে যাওয়া ন্যায্যমূল্যের যে দোকানগুলো ছিল, সেগুলো কোথায় কী অবস্থায় আছে, তা নিজেদের নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা হচ্ছে। টিসিবির অধীনে যে সম্পদগুলো আছে, সংস্কার করে তার কার্যক্রম স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হবে।
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য মনিটরিং, আলু সংগ্রহ ও সংরক্ষণে পদক্ষেপ এবং পেঁয়াজ আমদানির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে, মেনমেইড ফাইবার পোশাক তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়।
কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে আরো অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু), মুহাম্মদ শাহজাহান ওমর, মাহমুদ হাসান সুমন ও বেদৌরা আহমেদ সালাম।