সিরাজগঞ্জে বালু নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব : মামলা

প্রকাশ : ০১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বালু নিয়ে প্রভাবশালী দুই গ্রুপের প্রকাশ্য দেশীয় অস্ত্রশস্ত্রে মহড়ার ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এসআই ইমরান বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। পুলিশ এ মামলায় এরইমধ্যে লিখন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। শাহজাদপুর থানার ওসি (তদন্ত) আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ওই এলাকার দরগার চরে পাউবোর খনন কাজের উত্তোলনকৃত বালুর ভাগ-বাঁটোয়ারা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলে আসছিল দীর্ঘদিন ধরে। গত বৃহস্পতিবার সকালে প্রভাবশালী এক গ্রুপের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয় এবং বিকালে অপর প্রভাবশালী গ্রুপের লোকজন অস্ত্রশস্ত্রে এলাকায় মহড়া দেয়। এমনকি একে অপর গ্রুপের উপর হামলা, ভয়ভীতি প্রদর্শন করে। উভয় গ্রুপের এ দেশীয় অস্ত্র মহড়ায় সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় ওই বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আবারো সংঘর্ষের আশঙ্কায় সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। ওইদিন রাতেই ওই এসআই বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।