প্রশাসনের কঠোর নজরদারি
যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করল এলাকাবাসী
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
অবশেষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করলেন এলাকাবাসী। ভয়াবহ নদীভাঙন বন্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়ে এ বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এনায়েতপুর নির্মাণাধীন বাঁধ সন্নিকটে যমুনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল প্রভাবশালীরা। ভাঙনকবলিত এলাকার মানুষ এ বিষয়ে একাধিকবার অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। অবশেষে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ওই প্রভাবশালীদের বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন। এছাড়া তীর সংরক্ষণ বাঁধ নির্মাণে নিয়োজিত সাব ঠিকাদাররাও নাকি এসব বালু উত্তোলন করে কাজে ব্যবহার করছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। এ প্রভাবশালী মহল প্রায় দেড় সপ্তাহ ধরে খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের পূর্ব পাশে নির্মাণাধীন নদীতীর সংরক্ষণ বাঁধের সন্নিকটে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। গতকাল সকালে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে বালু উত্তোলনের ড্রেজার বন্ধ করে দেয়। স্থানীয়রা বলেন, বাংলা ড্রেজার দিয়ে সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতার লোকজন এ অবৈধ বালু উত্তোলন করছিল। এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তা বন্ধ করে দেয়া হয়েছে। যেখানে বাঁধ নির্মাণ করা হচ্ছে মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় রক্ষার জন্য। আর সেখানেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এদিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, যমুনা নদী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না। এ অবৈধ বালু উত্তোলন বন্ধে নজর রাখা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান আলোকিত বাংলাদেশকে বলেন, জনগণ ঐক্যবদ্ধ হয়ে বালু উত্তোলন বন্ধের বিষয়টি জেনেছি এবং ঘটনাস্থলে লোকও পাঠানো হয়েছিল। সেখানে ড্রেজার ছাড়া আর কিছু পাওয়া যায়নি। তবে আর যেন কেউ অবৈধ বালু উত্তোলন না করে সে ব্যাপারে কঠোর নজরদারি রাখা হয়েছে এবং গ্রামপুলিশ পাহারা দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।