বাবা ইউপি চেয়ারম্যান এক ছেলে এমপি অন্যজন উপজেলা চেয়ারম্যান
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নজরুল ইসলাম দুলাল, কুমিল্লা প্রতিনিধি
গত ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই উপজেলা যুবলীগের সদস্য মামুনুর রশিদ (আনারস)। মামুনুর রশিদ কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই। তার বাবা নুরুল ইসলাম উপজেলার বরকামতা ইউনিয়ন পরিষদের টানা দুইবারের চেয়ারম্যান। এই নির্বাচনে তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের স্ত্রী শাহিদা আক্তার ও মেয়ে খাদিজা বিনতে রোশন বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন। জানা যায়, নব্বইয়ের দশকে দেবীদ্বারের বরকামতা ইউনিয়নের একটি ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়েছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদের বাবা নুরুল ইসলাম। ২০১৬ সালের আগস্টে তিনি বরকামতা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০২২ সালে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় দফায় ইউপি চেয়ারম্যান হন নুরুল ইসলাম। ২০২১ সালে দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তার বড় ভাই বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদ নির্বাচিত হন। ২০২৩ সালের ২০ নভেম্বর উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে স্বতন্ত্রভাবে সংসদ নির্বাচন করে আবুল কালাম আজাদ নির্বাচিত হন। ২৯ মে মামুনুর রশিদ দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘আমার চার ছেলে ও তিন মেয়ে। ছেলেদের মধ্যে এমপি আবুল কালাম আজাদ দ্বিতীয় ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ তৃতীয়। ছেলেরা বড় হওয়ার আগেই আমি মেম্বার হয়েছি। তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। তারা দুজনই রাজনীতি করে। মানুষের কল্যাণে কাজ করে। এর ফল হিসেবে উপজেলাবাসী তাদের ভালোবাসা দিয়েছেন। উপজেলাবাসীর কাছে আমি কৃতজ্ঞ। বাবা হয়ে সন্তানদের সাফল্য দেখে ভবিষ্যৎ রাজনীতির জন্য দেবীদ্বারে সাধারণ জনগণ দৃষ্টান্ত স্থাপন করেছে, আমার পরিবারসহ দেবিদ্বার বাসীর কাছে আমি চির ঋণী ও কৃতজ্ঞ। তারুণ্যদীপ্ত রাজনীতিবিদ কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ আলোকিত বাংলাদেশকে জানান, অসহায় নিপীড়িত নির্যাতিত ও বঞ্চিত দেবিদ্বারবাসীর কল্যাণ ও উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে আমার পরিবার। দেবিদ্দার উপজেলাবাসী বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের জবাব দিয়েছেন ব্যালটের মাধ্যমে। এখন আরও বেশি করে মানুষের সেবা করতে পারব। দুই ভাই মিলে দেবীদ্বারে সাধারণ খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াব। যে কোনো পরিস্থিতিতে আমার নির্বাচনি এলাকার জনগণের জন্য আমার পরিবার আমৃত পাশে থাকবে।
নবনির্বাচিত দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ জানান, আমার পরিবারসহ স্থানীয় নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে, সবার মতামতের ভিত্তিতে দেবীদ্বারকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। মানুষের কল্যাণে কাজ করে উপজেলা আবাসিক ঋণ পরিশোধ করব। উপজেলাবাসীর কাছে আমার পরিবারের জন্য সহযোগিতা চাই।