অনিয়মের অভিযোগ

চট্টগ্রামে ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টায়, চট্টগ্রাম

চট্টগ্রামে নানা অনিয়মের অভিযোগে ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজ ফার্মাকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, পণ্যের মোড়কে উৎপাদন মেয়াদোত্তীর্ণের তারিখ কিছুই উল্লেখ ছিল না। ঠিক ছিল না পণ্যের ওজন-পরিমাণও। নেই আমদানির কোনো সঠিক তথ্য। এমন নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায় নগরীর জিইসি মোড়ে ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজ ফার্মার বিরুদ্ধে। এর আগেও একাধিকবার মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে জরিমানা গুনতে হয় এই প্রতিষ্ঠানকে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম গতকাল এ জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম জানান, প্রতিষ্ঠানটিতে শিশু খাদ্যসহ অন্যান্য পণ্যের মোড়কে উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। এছাড়া পণ্যের ওজন-পরিমাণ নেই এবং ক্রয়ের কোনো রশিদ দেখাতে পারেনি। তিনি আরো জানান, পাশাপাশি আমদানির পক্ষে সঠিক প্রমাণ, আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্য না থাকা এবং অনুমোদনহীন বিদেশি খাদ্যপণ্য বিক্রয়সহ এসব অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।