ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জবি উপাচার্য

বাচ্চাদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে

বাচ্চাদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্বননিঃসরণ কমিয়ে আনতে হবে। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো যুগান্তকারী কাজ করেছেন। স্থানীয় পর্যায়ে আমাদের এখনো গাছ লাগানো বিষয় বিকশিত হয় নি। বাচ্চাদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে।

গতকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ আয়োজিত র‌্যালি শেষে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরো বলেন, স্বাধীনতার পর পরই আমাদের ট্রি কাভার ছিলোন প্রায় ২৫ পার্সেন্ট, সেটা কমতে কমতে এখন ৯%। গাছের গুরুত্বটাকে আমাদের স্কুল পর্যায় থেকে শুরু করে পাঠ্যক্রমের মধ্যে নিয়ে এসে বাচ্চাদের উৎসাহিত করতে হবে, এর গুরুত্বটাকে বোঝাতে হবে।

এ সময় র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে গাছের চারা রোপণ করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত