ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কেন্দ্রে কেন্দ্রে কঠোর নিরাপত্তা

সিরাজগঞ্জে দুটি উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ

সিরাজগঞ্জে দুটি উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ

সিরাজগঞ্জের দুটি উপজেলা পরিষদ নির্বাচনে ১৬৪টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ দুটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুটি উপজেলার ভোটকেন্দ্রসমূহে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে সিরাজগঞ্জের ওই দুটি উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রসমূহে বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। কেন্দ্রের বাইরে ছোটখাটো ২-১টি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও কোনো কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল হাদী আলমাজী (মোটর সাইকেল), ইমরুল হোসেন তালুকদার (দোয়াত কলম), আমিনুল ইসলাম শিহাব (আনারস), মো. শোভন সরকার (ঘোড়া) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেন এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় ভোটার সংখ্যা ২৬১৮৪০ জন এবং কেন্দ্র সংখ্যা ১০৯টি। এদিকে কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল মতিন চৌধুরী (আনারস), এসএম শহিদুল্লাহ সবুজ (ঘোড়া), মো. ইউসুফ আলী (মোটর সাইকেল), মো. রেজাউল করিম (কাপ-পিরিচ), মো. সেলিম রেজা (দোয়াত কলম) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় ভোটার সংখ্যা ১২১৬৫০ জন এবং ভোটকেন্দ্র ৫৫টি। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এই দুটি উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন সকাল থেকেই কেন্দ্রসমূহে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়। জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরান হোসেন ওই দুটি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্রসমূহে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার মোতায়েনসহ স্টাইকিং ফোর্স দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত