সিরাজগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষকসহ তিনজন নিহত হয়েছে। তারা হলেন, শাহজাদপুর উপজেলার পোরজনা গ্রামের জয়নালের ছেলে কৃষক আব্দুস সালাম (৩৭), চৌহালী উপজেলার বেতিল চরের তারা মিয়ার ছেলে আল-আমিন হোসেন (২৮) ও আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪)। এ ঘটনায় আরো দুই শিশু আহত হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা আলোকিত বাংলাদেশকে জানান, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে ধানের আঁটি নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আব্দুস সালাম। এর আগে চৌহালী উপজেলার বেতিল চরের মাঠের মধ্যে এলাকার শিশু-কিশোর ও যুবকরা ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে দুই শিশু ও এক কিশোরসহ চারজনের শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিশোরসহ ওই দুইজনের মৃত্যু হয়। নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে এবং এ ঘটনায় এলাকায়ও ব্যাপক শোকের ছায়া নেমেছে।