সিরাজগঞ্জে অসময়ে আকস্মিকভাবে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদী তীরবর্তী মানুষের মধ্যে বন্যার আশঙ্কার সৃষ্টি হয়েছে। যমুনার অভ্যন্তরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, কয়েক দিন ধরে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে পানি বাড়ছে। গতকাল সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬১ মিটার। গত ২৪ ঘণ্টায় ২৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২ দশমিক ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জের কাজিপুরের মেঘাই পয়েন্টেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেখানে পানি রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২২ মিটার। গত ২৪ ঘণ্টায় ২৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২ দশমিক ৫৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে আগামী ৪৮ ঘণ্টা যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এদিকে যমুনা নদীর তীরবর্তী পাঁচটি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলেও পানি প্রবেশ করছে। বিশেষ করে কাজীপুর, শাহজাদপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর অভ্যন্তরে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড এ বিষয়ে নজর রাখছে বলে তিনি উল্লেখ করেন।