আলোচনায় ফের সেই মোতালেব

পেট থেকে বের হলো কলম লোহার সুচ ও ঘড়ি

প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সেই মোতালেবের (৩৫) পেট থেকে আবারো কলমসহ লোহার সুচ ও ঘড়ি বের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় দ্বিতীয়বারের মতো চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। সে বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ১ বছর আগে মোতালেব পেট ব্যথা নিয়ে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ওই হাসপাতালের চিকিৎসকদের বিশেষ পরীক্ষার মাধ্যমে তার পেটে ২৩টি কলম শনাক্ত করা হয় এবং অপারেশনের মাধ্যমে সবগুলো কলম বের করা হয়।

সে সময় মোতালেব চিকিৎসকদের বলেছিল আর কখনো কলম খাব না। সুস্থ হওয়ার পর সে বাড়ি ফিরে যায়। কিন্তু আবারো সে কলম ছাড়াও বাঁশের কঞ্চি, লোহার সুচ ও প্লাস্টিকের ঘড়ি খেয়েছে। এতে সে আবারো পেটে তীব্র ব্যথা অনুভব করে। তার পরিবারের লোকজন গত সোমবার সকালে তাকে ওই হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা মঙ্গলবার বিকেলে তাকে এন্ডোস্কোপি সার্জারির মাধ্যমে তার পেট থেকে ১টি কলম, ৩টি লম্বা সুচ, ১টি বাঁশের কঞ্চি, ১টি প্লাস্টিকের ঘড়ি বের করে। চিকিৎসকরা প্রশ্ন রাখেন, কীভাবে মোতালেব এসব ধারালো বস্তু আবারো খেতে পারল? অবশ্য, তার পরিবার সূত্রে বলা হয়েছে, মোতালেব ২০০০ সালে এসএসসি পাস করে কলেজে ভর্তি হয় এবং পরবর্তীতে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।

২০১৮ সাল থেকে সে বিভিন্ন সময় কুড়িয়ে পাওয়া কলম খেতে শুরু করে। ওই হাসপাতালের কনসালট্যান্ট এবং এন্ডোস্কোপি বিশেষজ্ঞ সার্জন ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, চিকিৎসকরা বলেছেন, মোতালেব পিকাসিনড্রোম নামে মানসিক রোগে আক্রান্ত। এ কারণে সে রাস্তায় কুড়িয়ে পাওয়া কলম, লোহার সুচসহ যা পেয়েছে গিলে খেয়েছে। চিকিৎসা শেষ হলে সে স্বাভাবিক জীবনের ফিরে আসতে পারে বলে তিনি উল্লেখ করেন।