ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রবিতে তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু

রবিতে তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দ্য আর্ট অব সোশ্যাল চেইঞ্জ শীর্ষক ৩ দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। কনফারেন্সে দেশ বিদেশের দুই শতাধিক বরেণ্য শিক্ষাবিদ ও গবেষকগণ অংশগ্রহণ করছেন। গতকাল সকালে আন্তর্জাতিক কনফারেন্সের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন রবির (উপাচার্য) ভিসি প্রফেসর ড. শাহ্ আজম। এ সময় তিনি বলেন, দেশ-বিদেশের দুই শতাধিক গবেষকের অংশগ্রহণে তৃতীয়বারের মতো তিন দিনব্যাপী এ কনফারেন্স আয়োজন করতে পেরে রবি আনন্দিত। গবেষণা জাতীয় উন্নয়নের একটি সোপান। গবেষণাকে আলোর সামনে আনতে কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কনফারেন্স আগত অতিথি, শিক্ষক, গবেষক, ডেলিগেট এবং কনফারেন্স আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন রবির ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। এ কনফারেন্সের প্রথম দিনে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, এমিরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত ও প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। উদ্বোধনী অধিবেশন শেষে রবির অ্যাকাডেমিক ভবন ১-এর লেকচার থিয়েটার, গীতাঞ্জলি মিউজিক স্টুডিও, মিউজিক ল্যাব, একাডেমিক ভবন ৩-এর লেকচার রুম, উদয়ন কনফারেন্স সেন্টারে, উত্তরায়ন কনফারেন্স হলে ৭টি টেকনিক্যাল সেশন একই সময় পরিচালিত হয়। সেখানে দেশ-বিদেশের গবেষকরা তাদের গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করেন। আজ কি নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন স্থপতি রফিক আজম এবং কনফারেন্সের সমাপনী সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ও কৌশিক মজুমদার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত