ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

স্থগিত থাকা ২০ উপজেলার ভোট আজ

স্থগিত থাকা ২০ উপজেলার ভোট আজ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের স্থগিত হওয়া ২০ উপজেলার ভোট আজ রোববার অনুষ্ঠিত হবে। ভোট উপলক্ষ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, আজ সকাল ৮টায় ২০ উপজেলা পরিষদের ভোটগ্রহণ শুরু হবে, বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

যেসব উপজেলায় ভোট আজ : বাগেরহাট জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার লালমোহন, তজুমদ্দিন, ঝালকাঠীর রাজাপুর, কাঁঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা, রাঙামাটির বাঘাইছড়ি ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা। গত ৮ মে থেকে দেশের উপজেলাগুলোয় ভোট করেছে ইসি, ৯ জুন যা শেষ হবে। তবে কয়েকটি উপজেলায় এখনো মেয়াদপূর্তি না হওয়ায় ভোট হবে আগামী বছর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত