সিরাজগঞ্জে পরিত্যক্ত ব্রিজ থেকে পড়ে একজনের মৃত্যু
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী পরিত্যক্ত একটি বেইলি ব্রিজ থেকে পড়ে সাইকেল আরোহী সাহেব আলীর (৫৩) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে একই এলাকার বড় হামকুড়িয়া গ্রামের মৃত মঙ্গন আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই পরিত্যক্ত বেইলি ব্রিজের পাটাতন উঠানো ছিল। শনিবার রাত সাড়ে ১০টার দিকে আঁধারে সাইকেল নিয়ে ওই ব্রিজ পার হচ্ছিল। এ সময় সে ওই পাটাতনের ফাঁক দিয়ে পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধারে ব্যর্থ হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় আনে এবং তার মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে সওজ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের ওই ব্রিজটি আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে ব্রিজটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও পাটাতন উঠানো থাকার ঘটনায় এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।