সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী পরিত্যক্ত একটি বেইলি ব্রিজ থেকে পড়ে সাইকেল আরোহী সাহেব আলীর (৫৩) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে একই এলাকার বড় হামকুড়িয়া গ্রামের মৃত মঙ্গন আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই পরিত্যক্ত বেইলি ব্রিজের পাটাতন উঠানো ছিল। শনিবার রাত সাড়ে ১০টার দিকে আঁধারে সাইকেল নিয়ে ওই ব্রিজ পার হচ্ছিল। এ সময় সে ওই পাটাতনের ফাঁক দিয়ে পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধারে ব্যর্থ হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় আনে এবং তার মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে সওজ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের ওই ব্রিজটি আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে ব্রিজটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও পাটাতন উঠানো থাকার ঘটনায় এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।