কুষ্টিয়ার গড়াই নদে স্কুলছাত্র নিখোঁজ

প্রকাশ : ১১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

সহপাঠীদের সঙ্গে বেড়াতে গিয়ে গড়াই নদে ডুবে আমান হাসান নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। গতকাল সকাল ১০টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের জানিপুর ঘাটসংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। আমান হাসান জানিপুর ইউনিয়নের একতারপুর এলাকার শামীম হাসানের ছেলে। সে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রকে উদ্ধারে কাজ করছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিখোঁজ শিক্ষার্থীর নিকটাত্মীয় সাবুব আলম চঞ্চল বলেন, স্কুল থেকে আমান হাসানসহ আট সহপাঠী গড়াই নদের জানিপুর ঘাটসংলগ্ন একটি কফি হাউসে আসে। সেখান থেকে তারা গড়াই নদের চরে যায়। এ সময় আমান ব্লকের ওপর দাঁড়িয়ে ছিল। হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায় সে। এক বন্ধু হাত ধরে টেনে তোলার চেষ্টা করে। নদে স্রোত বেশি থাকায় সাঁতার না জানায় আমান পানিতে তলিয়ে যায়। বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলেও আমান হাসানের সন্ধান পায়নি। খবর পেয়ে স্থানীয় জেলেরা ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে সন্ধান করতে থাকেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ বলেন, সহপাঠীরা মিলে স্কুল থেকে নদীর ধারে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে একজন পানিতে পড়ে নিখোঁজ হয়। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের পক্ষ থেকে উদ্ধার অভিযানের তদারক করা হচ্ছে।