কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যাবাজার এলাকায় ইজিবাইকের (টমটম) ছাদে তুলে এক শিশুকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ঘটনা পুলিশের নজরে এলে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন। গতকাল ভোরে মরিচ্যার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল এলাকার মৃত কাশেম আলীর ছেলে ফরিদুল আলম, আবুল কালামের ছেলে শফিউল করিম ও পূর্ব মরিচ্যা, কাঁঠালিয়া এলাকার লিয়াকত আলীর ছেলে খাইরুল ইসলাম।
ওসি মো. শামীম হোসেন বলেন, গত ৯ জুন দুপুরে উখিয়ার হলদিয়াপালং ১ নম্বর ওয়ার্ড মরিচ্যা বাজার পাগলিরবিল রাস্তার মাথা এলাকায় চোর সন্দেহে শিশুটিকে অমানবিক নির্যাতন করে অভিযুক্তরা। আট বছর বয়সি ফারুককে হাত, পা বেঁধে ইজিবাইকের (টমটম) ছাদে তুলে বেধড়ক মারধর করে তারা। শিশুটিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টি উখিয়া থানা পুলিশের নজরে এলে তাদের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আব্দুল শুক্কুর বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন। শিশুর বাবা আব্দুল শুক্কুর বলেন, তিন থেকে চার সন্ত্রাসী মিলে সন্দেহজনকভাবে চোর আখ্যা দিয়ে আমার ছেলেকে লোহার রড ও গাছের ভাটাম দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে জখম করে। ফরিদুল আলমের মারধরের আঘাতে আমার ছেলের বাম পায়ে মারাত্মক জখম হয়। আমি ছেলেকে রক্ষা করতে গেলে আমাকেও মারধরের চেষ্টা করে এবং হুমকি দেয় তারা। এ সময় আশপাশের লোকজন শিশু নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করলে ভাইরাল হয়। নির্যাতনের শিকার আমার ছেলে ফারুক ও স্ত্রী অজিফা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল জানান, শিশুকে নির্যাতনের বিষয়টি পুলিশের নজরে আসামাত্রই অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। শিশুটির পিতা এজাহার দিলে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, শিশুটিকে মারধরের ঘটনা অনেকেই ভিডিও করতে এবং প্রত্যক্ষ করতে দেখা গেলেও উদ্ধারে কেউ এগিয়ে আসেনি। এমনকি পুলিশকে কেউ অবগত করেনি। পুলিশ তাদের ধারাবাহিক কাজ হিসেবে ভিডিও নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নিয়েছে। এ ধরনের ঘটনার অবশ্যই সবার এগিয়ে আসা উচিত।