২৪ ঘণ্টায় যানবাহন পারাপার
বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় ২ কোটি ৮৩ লাখ টাকা
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
বঙ্গবন্ধু সেতু উভয় পাড়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ৩ কোটি টাকা টোল আদায় হয়েছে। ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে উত্তরাঞ্চলে ফিরতে ঈদ ঘরমুখো মানুষরা। আসন্ন ঈদ উপলক্ষ্যে বঙ্গবন্ধু সেতুতে বাড়ছে যানবাহনের চাপ এবং ওই সেতু দিয়ে প্রায় ৩১ হাজার যানবাহন পারাপার হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩০ হাজার ৮৩৪টি গাড়ি পার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৯৫০ টাকা। এরমধ্যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ১১৪টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৪৬ হাজার টাকা এবং পূর্ব টোলপাজায় ১৫ হাজার ৭২০টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা। গাড়ির চাপ ও টোল আদায় আরো বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।