অন্যরকম
দেখা মিলল এক ফুট উচ্চতার ছাগল
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ঠাকুরগাঁওয়ে মাত্র ১৪ ইঞ্চি উচ্চতার বেন্থাম প্রজাতির একটি ছাগলের দেখা মিলেছে। সদর উপজেলার ভুল্লি থানার ছোট বালিয়া ইউনিয়নের এসএস অ্যাগ্রো ফার্মে ১৪ ইঞ্চির এই ছাগলটির দেখা মেলে। খামার মালিকের দাবি ২ বছর ৪ মাস বয়সের এই ছাগলটি পৃথিবীর সবচেয়ে ছোট আকৃতির ছাগল। ইতোমধ্যে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছেন। ছাগলটি দেখার জন্য এলাকায় ভিড় করছে অনেকেই। এসএস এ ফার্মের মালিক ফজলে এলাহী সাকিবের দাবি বেন্থাম প্রজাতির যে ছাগল রয়েছে, তার মধ্যে তার খামারের ছাগলটিই সবচেয়ে ছোট আকৃতির।
তিনি বলেন, গত ৩ মাস আগে আমি ভারত থেকে এক জোড়া ছাগল এনেছি। এই দুটি ছাগলের নাম রাখি, রাজা ও রাণী। এই ছাগলগুলো সাধারণত দেশি ছাগলের মতো নয়। ছাগলগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এদের কান ও মাথা সম্পূর্ণ আলাদা। আমি এখন পর্যন্ত যতটুকু জানি আমার এই ছাগলটি পৃথিবীর সব থেকে ছোট ছাগল। ছাগলগুলো সাধারণত ঘরে লালন-পালন করা হয়ে থাকে। এই ছাগলগুলো জন্মগতভাবে ছোট আকৃতির হয়। আমি যে শুধু একটি মেল ছাগল নিয়ে আসছি তা না ফিমেল ছাগলও এনেছি। এই ছাগলের দাম অনেক বেশি। যারা শখ করে পালন করতে চান তারা এগুলো ক্রয় করেন। এই ছাগলগুলো দেখতে খুব ছোট ও সুন্দর হয়।
তিনি আরো বলেন, আমার কাছে যে দুটি ছাগল রয়েছে একটি পুরুষ ছাগল আরেকটি মাদী ছাগল। দুটি দেখতে সাদা রঙের ও শান্ত স্বভাবের। এদের স্বাভাবিক ছাগলের খাবার দিলেই হয়। এই মধ্যে আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর জন্য আবেদন করেছি। আমি মনে করি এই ছাগলটি পৃথিবীর সব থেকে ছোট ছাগল। দেশি জাতের মধ্যে ছোট থাকতে পারে কিন্তু বেন্থাম জাতের মধ্যে এত ছোট দেখা যায় না। এরই মধ্যে এই ছাগলটি প্রাণিসম্পদ অধিদপ্তরের মেলায় নিয়ে যাওয়া হয়েছে। ছোট ছাগলটি দেখতে আসা কালাম বলেন, এই জাতের ছাগলের মধ্যে এটাই সবচেয়ে ছোট ছাগল বলে দাবি করছেন এই খামারের মালিক। তাই আমরা ছাগলটি দেখতে এসেছি। সত্যিই ছাগলটি আকারে অনেক ছোট। আমার কাছে মনে হয়েছে এই জাতের ছাগল এটিই সবথেকে ছোট আকৃতির। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. হেমন্ত কুমার রায় বলেন, এই ছাগল যে পৃথিবীর সবচেয়ে ছোট ছাগল সেটার প্রমাণ এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তবে ছাগলটি আসলেই স্বাভাবিকের তুলনায় অনেক ছোট আকৃতির। এরই মধ্যে আমি অনলাইনে এই প্রজাতির ছাগল খুঁজেছি। এখন পর্যন্ত আমার চোখে এর থেকে ছোট আকৃতির ছাগল পড়েনি। এই জাতের ছাগলের মধ্যে এটি সবচাইতে ছোট ছাগল বলে আমার ধারণা। তবে এখন পর্যন্ত কোনো ধরনের প্রমাণ আমাদের কাছে নেই। ছাগল মালিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর জন্য আবেদন করেছে, দেখা যাক কী হয়।