ঢাকা ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অধিকৃত পশ্চিমতীরে স্বাস্থ্য সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

অধিকৃত পশ্চিমতীরে স্বাস্থ্য সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অধিকৃত পশ্চিমতীরের ক্রমবর্ধমান স্বাস্থ্য সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি গত শুক্রবার এক বিবৃতিতে পশ্চিমতীরে অবিলম্বে বেসামরিক নাগরিক ও স্বাস্থ্যসেবার সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলছে, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে ১০ জুন পর্যন্ত পূর্ব জেরুজালেমসহ পশ্চিমতীরে সহিংসতা বেড়ে যাওয়ায় ৫২১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ১২৬ শিশু রয়েছে। তবে ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, নিহতের সংখ্যা মূলত ৫৪৫ এবং ৫ হাজার ২০০-এর বেশি লোক আহত হয়েছে। এদের মধ্যে ৮০০ শিশু রয়েছে। ইসরায়েল ১৯৬৭ সালে পশ্চিমতীর দখল করে। গত ১ বছরেরও বেশি সময় ধরে পশ্চিমতীরে সহিংসতা চলছে। গাজা যুদ্ধ শুরুর পর তা আরো বেড়েছে। প্রায়ই সময়ই ইসরায়েল স্বাস্থ্য কেন্দ্রের ওপর হামলা চালায় বলে সংস্থাটি জানিয়েছে। জাতিসংঘ সংস্থাটি আরো বলেছে, গত ৭ অক্টোবর থেকে ২৮ মে পর্যন্ত এই ধরনের ৪৮০টি হামলা চালিয়েছে ইসরায়েল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত