সিরাজগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো, তাড়াশ উপজেলার পংরওহালী গ্রামের আফজালের স্ত্রী রেনুকা (৫০), ছেলে আব্দুর রহিম (২৬) ও রুবেল (২০) এবং নিখোঁজ কিশোরীকে (১৬) উদ্ধার করা হয়েছে। তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামের শাহিন মন্ডলের মেয়ে সুমাইয়া (১৬) নিখোঁজ হয়েছে। এ মর্মে উল্লাপাড়া মডেল থানায় একটি জিডি করা হয়। জিডি নং ৭১২, তাং-১৪.০৬.২০২৪ ইং। এ জিডি মূলে উল্লাপাড়া মডেল থানার পুলিশ গত শুক্রবার গভীর রাতে পাশ্ববর্তী তাড়াশ উপজেলার পংরওহালী গ্রামের রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে সুমাইয়া খাতুনকে (১৬) উদ্ধার করে এবং পুলিশ তাকে নিয়ে একই গ্রামের রিপনের বাড়ির সামনে পাকা সড়কের উপর আসলে সুমাইয়া চিৎকার শুরু করে। তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পুলিশের উপর হামলা মারপিট ও সরকারি কাজে বাঁধা সৃষ্টি করে। এ সংবাদে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নির্দেশে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে এবং অভিযান চালিয়ে নারীসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ওইদিন রাতে উল্লাপাড়া মডেল থানার এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে তাড়াশ থানায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা করেন।