ঢাকা ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঈদের প্রথম দুই দিনে ৫ লাখ কাঁচা চামড়া সংগ্রহ

ঈদের প্রথম দুই দিনে ৫ লাখ কাঁচা চামড়া সংগ্রহ

ঈদুল আজহার প্রথম দুই দিনে প্রায় ৫ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করেছেন ট্যানারি মালিকরা। গতকাল বুধবার বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ ধানমন্ডি কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ‘হেমায়েতপুরের সাভার চামড়া শিল্পনগরীতে এ পর্যন্ত প্রায় পৌনে ৪ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করেছি। আমরা ভালো মানের কাঁচা চামড়া সরকার নির্ধারিত দামে কিনছি।’

তিনি বলেন, বিটিএ বছর ৮০ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা আগের বছরের তুলনায় ১০ লাখ কম। সরকার, স্থানীয় প্রশাসন, ট্যানারি মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদে কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ ব্যবস্থার উন্নতি হয়েছে বলে জানান তিনি। তিনি আরো জানান, সময়মতো কাঁচা চামড়ায় লবণ প্রয়োগেও ইতিবাচক পরিবর্তন এসেছে। এতে কাঁচা চামড়ার গুণগত মান দীর্ঘদিন ভালো থাকবে। গত ৩ জুন সরকার লবণযুক্ত গরুর চামড়ার দাম রাজধানীর জন্য প্রতি বর্গফুট ৫৫ থেকে ৬০ টাকা এবং ঢাকার বাইরের জন্য ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করে দেয়। গত বছর ঢাকায় প্রতি বর্গফুট দাম ছিল ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৭ থেকে ৫২ টাকা। প্রতি বছরের সংগৃহীত কাঁচা চামড়ার প্রায় অর্ধেকই আসে ঈদুল আজহার সময়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত