যমুনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ছোট-বড় বোয়াল মাছ

প্রকাশ : ২১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এবার ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বোয়াল মাছ। এতে যমুনা পাড় এলাকার জেলেরাসহ অনেকেই শখের বসে এ মাছ ধরছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনায় পানি বৃদ্ধির সাথে সাথে ছোট-বড় এ বোয়াল মাছের দেখা মিলছে। যমুনা নদীর তীরবর্তী এ জেলার কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার বিভিন্ন পয়েন্টে এ মাছ ধরা পড়ছে। বিশেষ করে চৌহালী উপজেলার যমুনা নদীর কাঁঠালিয়া হিজুলিয়া নামক স্থানে গত বুধবার রাতে স্থানীয়রা শখের বসে মাছ ধরতে যায়। এ সময় তারা কয়েক ঘন্টার ব্যবধানে বিভিন্ন ওজনের ১০ থেকে ১২টি বোয়াল মাছ ধরেন। এ মাছগুলোর মধ্যে অধিকাংশ মাছ ৫ থেকে ৬ কেজি করে এবং বাকি গুলো ৩ থেকে ৪ কেজি ওজনের। এসব বোয়াল মাছ ধরার খবর ছড়িয়ে পড়লে একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমান এবং মাছগুলো দরদাম করতে থাকেন। কিন্তু মাছগুলো বিক্রি না করে ভাগ-বাটোয়ার করে নেন তারা। স্থানীয়রা বলেন, আমরা ১০ জন লোক শখের বশে খাষপুকুরিয়া গ্রম দিয়ে প্রবাহিত যমুনা নদীতে আষাঢ়ে বোয়াল ধরার জন্য যাই। মাছ ধরার সরঞ্জামাদি জাল, ছোরা পেতে নদীতে ওত পেতে থাকি। এর কয়েক ঘণ্টার ব্যবধানে একে একে উল্লেখিত ছোট-বড় বোয়াল মাছ ধরা পড়ে। চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার সাংবাদিকদের বলেন, বাংলাদেশ মৎস্য অধিদপ্তর থেকে বিভিন্ন নদ-নদীর মাছ সংরক্ষণের জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করায় এখন পর্যাপ্ত মাছ ধরা পড়ছে। এ পদক্ষেপের কারণেই এখন যমুনা নদীতে বোয়ালসহ বিভিন্ন ধরনের বড় বড় মাছ ধরা পড়বে। এ কারণেই যমুনা নদী থেকে একসাথে এতগুলো বোয়াল মাছ ধরা পড়েছে। যমুনায় মাছ ধরার সময় ডিমওয়ালা মাছ না ধরার পরামর্শ দেন। অবশ্য এ বিষয়ে জেলা মৎস্য বিভাগ থেকে বিভিন্ন ধরনের পরামর্শের নির্দেশনা দেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।