ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঈদের ছুটি শেষে ঢিলেঢালাভাবে ফিরছে মানুষ

ঈদের ছুটি শেষে ঢিলেঢালাভাবে ফিরছে মানুষ

ঈদের ছুটি শেষে ঢিলেঢালাভাবে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষরা। ঈদের ছুটি শেষ হয়েছে গত মঙ্গলবার। তবে যারা অতিরিক্ত ২-৩ দিন ছুটি নিয়েছিলেন, তারাও এখন ফিরছেন কর্মস্থল ঢাকায়। ঈদ শেষে যে পরিমাণ যাত্রীর চাপ থাকার কথা ছিল, এখনো তা দেখা যাচ্ছে না ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষরা ধীরে-সুস্থে ফিরছেন। গতকাল শুক্রবার কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। এ সময় কথা হয়, ঢাকায় ফিরে আসা যাত্রীদের সঙ্গে। ছুটি শেষে দিনাজপুর থেকে ফিরে আসা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আমিনুল ইসলাম বলেন, স্ত্রী-সন্তান নিয়ে বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে গিয়েছিলাম। ছুটি ছিল তিন দিনের। আমি আরো তিন দিনের ছুটি নিয়ে গিয়েছিলাম। কারণ, সামনে আর বড় কোনো ছুটি নেই যে, সবাই মিলে বাড়ি যাব। পরিবারের সবার সঙ্গে ভালোই ছুটি কাটিয়ে আসলাম। ছুটি শেষ, আবার বাচ্চাদের স্কুল খুলে যাবে, তাই ফিরে আসলাম। নিয়ামুন নাসির ঢাকায় ফিরেছেন নীলফামারী থেকে।

তিনি বলেন, ঈদে মাত্র চার দিনের ছুটি পেয়েছি। ওই অল্প ছুটিতে এত দূরে যাওয়া-আসা পোষায় না। তাই দুই দিনের অতিরিক্ত ছুটি নিয়েছিলাম। ছয় দিনের ছুটি কাটিয়ে আসলাম। ট্রেনের যাওয়া-আসা দুটোই ভালো ছিল। কোনো সমস্যা হয়নি। আরেক যাত্রী সিদ্দিকুর রহমান এসেছেন রংপুর থেকে। তিনি বলেন, শান্তিতেই ঢাকায় আসলাম, ট্রেনে তেমন যাত্রী ছিল না। মানে ঈদের সময় যেমনটা হয় সেরকম হয়নি। সবাই হয়তো আস্তে-ধীরেই আসার পরিকল্পনা করেছে। ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন বলেন, গত বৃহস্পতিবার থেকে অগ্রিম টিকিটের যাত্রা শুরু হয়েছে। যাত্রীদের চাপ স্বাভাবিক আছে। ভালোভাবেই যাত্রীরা গন্তব্যে ফিরতে পারছেন।

এদিকে অনেকে যেমন ছুটি কাটিয়ে ঢাকা ফিরছেন, আবার যারা ঈদে ছুটি পাননি, তারা এখন ঢাকা ছেড়ে যাচ্ছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন ফরিদুর রহমান আকাশ। তিনি ঢাকায় একটি শপিং মলে পোশাকের দোকানে চাকরি করেন। তিনি বলেন, চাঁদরাত পর্যন্ত ডিউটি ছিল। এছাড়া ঢাকায় কয়েক জায়গায় দাওয়াত ছিল। সে কারণে ঈদে বাড়ি যেতে পারিনি। তাই আজকে যাচ্ছি।

রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ঈদের আগের দিন পর্যন্ত রাজধানী থেকে প্রায় ৭০ জোড়া ট্রেন ছেড়ে গেলেও ঈদের দিন একটি মেইল ট্রেন চলেছে। তবে গত মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন কমলাপুর থেকে দুই-তৃতীয়াংশ ট্রেন চলাচল করেছে। বুধবার থেকে সব ট্রেন চলাচল করছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার যারা ফিরছেন, তারা গত ১১ জুন টিকিট কেটেছেন। উল্লেখ্য, গত ২২ জুনের আসন বিক্রি হয়েছিল ১২ জুন, ২৩ জুনের আসন বিক্রি হয়েছিল ১৩ জুন, ২৪ জুনের আসন বিক্রি হয়েছিল ১৪ জুন। ২০ থেকে ২৪ জুন পর্যন্ত ঢাকার বাইরে থেকে যাত্রীরা ঢাকায় ফিরবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত