যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত

চরাঞ্চলে ডুবে গেছে ফসল নিম্নাঞ্চলে ভাঙন শুরু

প্রকাশ : ২২ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরইমধ্যে যমুনার তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙনও শুরু হয়েছে বিভিন্ন স্থানে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে ২৯ সেন্টিমিটার পানি বেড়ে বর্তমানে বিপৎসীমার ৮৭ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাজমুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, কয়েকদিন ধরে এ পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনা নদীর তীরবর্তী শাহজাদপুর, চৌহালী, কাজিপুর, বেলকুচি ও সিরাজগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং আরো নতুন নতুন অঞ্চল প্লাবিত হচ্ছে। এতে যমুনার অভ্যন্তরীণ এলাকায় তিল, কাউন ও পাটসহ বিভিন্ন ফসল ডুবে গেছে। বিশেষ করে শাহজাদপুর কাজিপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। এরইমধ্যে গাছপালাসহ দেড় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। তবে শাহজাদপুরের চরাঞ্চলে কৈজুরী, খুকনী ও জালালপুরে ভাঙনের প্রভাব বেশি। অবশ্য স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে ব্যবস্থা নিচ্ছে এবং উজান থেকে নেমে আসা ঢলে এ পানি বৃদ্ধি আরো এক সপ্তাহ থাকতে পারে।

এদিকে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবার সিরাজগঞ্জে বন্যার আশঙ্কা করছেন বিশিষ্টজনরা। বিশেষ করে যমুনা নদী এলাকার মানুষের মাঝে এ নিয়ে এরইমধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।