এক ফোনে দুই সেলফি ক্যামেরা

প্রকাশ : ২২ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

চীনের শাওমি বাজারে হাজির হলো নতুন ফোন নিয়ে। যার মডেল শাওমি ১৪ সিভি। এই হ্যান্ডসেটে লেইকার ক্যামেরা লেন্স ব্যবহৃত হয়েছে। সামনে রয়েছে দুইটি ফ্রন্ট ক্যামেরা। ব্যাক প্যানেলে পাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট। মূলত ক্যামেরাকেন্দ্রিক স্মার্টফোন হিসেবে লঞ্চ হয়েছে এই হ্যান্ডসেট। ফোনের দুইটি ভ্যারিয়েন্ট এনেছে শাওমি। ৬.৫৫ ইঞ্চির ১.৫কে রেজুলেশনের কোয়ার্ড কার্ভ অ্যামোলিড রয়েছে এই ফোনে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। উন্নত সাউন্ড অভিজ্ঞতার জন্য ডলবি অ্যাটমস সাপোর্ট রয়েছে মোবাইলে। এটির সব থেকে বড় চমক হলো ক্যামেরা। ফোনে পাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম, ব্যাকে রয়েছে ৫০ মেগাপিক্সেল লেইকা ক্যামেরা। এটি প্রাইমারি সেন্সর, সঙ্গে মিলবে টেলিফটো ক্যামেরা এবং আলট্রা ওয়াইড লেন্স। ব্যাক ক্যামেরার ক্ষেত্রে টুএক্স অপটিকাল জুম এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট পাওয়া যাবে। ফোনের সামনে রয়েছে ডুয়েল সেলফি ক্যামেরা- একটি ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, আর একটি ৩২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। এতে আরো একটি আকর্ষণীয় ফিচার রয়েছে, যা হলো এআই চালিত ম্যাজিক ইরেসার। স্মার্টফোনে প্রসেসর রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস ৩ চিপসেট, যা সর্বোচ্চ ১২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি ইন্টার্নাল স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনের আরও একটি ভ্যারিয়েন্ট রয়েছে, যেখানে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মিলবে। ফোনে অপারেটিং সিস্টেম রয়েছে অ্যানড্রয়েড ১৪। পরবর্তী সফটওয়্যারগুলো আপডেট করা যাবে। ফোনে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৪৭০০ এমএএইচ সঙ্গে ৪৭ ওয়াট ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির ক্ষেত্রে ৫জি, ফোরজি ভোল্টি এবং টঝই টাইপ-সি চার্জিং পোর্ট পাওয়া যাবে। সবমিলিয়ে ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর এবং চার্জিং মিলিয়ে বেশ কম্প্যাক্ট স্মার্টফোন শাওমি ১৪ সিভি।