সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে, বন্যার আশঙ্কা
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টোর, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বাড়ছেই। এ কারণে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে এবং অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৮১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাজমুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উজানের ঢলে প্রায় সপ্তাহ ধরে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনা নদীর তীরবর্তী পাঁচটি উপজেলার নিম্নাঞ্চলের অনেক এলাকা প্লাবিত হয়েছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিশেষ করে শাহজাদপুর, কাজিপুর ও সিরাজগঞ্জ উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চলের বিভিন্ন ফসল পানিতে ডুবে গেছে এবং এ কয়েকটি উপজেলার বিভিন্ন স্থানে ভাঙ্গনও শুরু হয়েছে। এ ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেয়া হচ্ছে। আরো চার থেকে পাঁচ দিন যমুনার পানি বাড়তে পারে এবং বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে এবার সিরাজগঞ্জে মাঝারি বন্যার আশঙ্কা রয়েছে।
এদিকে ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার অনেকই বলছেন, কয়েক সপ্তাহে ভাঙনে গাছপালা, জায়গা জমি ও অনেক ঘরবাড়ি নদীগর্ভে বিলিন হলেও স্থানীয় পানি উন্নয়ন বোর্ড তেমন খোঁজখবর নিচ্ছে না। অবশ্য এ অভিযোগ স্থানীয় পানি উন্নয়ন বোর্ড অস্বীকার করেছেন।