১৫ লাখের সেই ছাগল লাপাত্তা!
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সাদিক অ্যাগ্রোর ১৫ লাখ টাকার ছাগল নিয়ে আলোচনার শেষ নেই। এবার সেই ছাগলই যেন লাপাত্তা। সাদিক অ্যাগ্রোর কোনো খামারেই ছাগলটির দেখা নেই। গতকাল শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকার ১ নম্বর সড়কের খামারে গিয়ে দেখা যায়, সিটি করপোরেশনের উচ্ছেদ করা জায়গায় কোনো গবাদি পশু নেই। উচ্ছেদের কারণে গতকালই গরু ও ছাগল সরিয়ে নেওয়া হয়েছে খামারের অন্য অংশে।
এর আগে গত বৃহস্পতিবার সাদিক অ্যাগ্রোর খামারে উচ্ছেদ শুরুর সময় ১৫ লাখের আলোচিত ছাগলটি খামারেই ছিল। স্থানীয় বাসিন্দা, উৎসুক জনতা এ সময় ছাগলটিতে দেখতে ও ছবি তুলতে ভিড় করেন। কিছুক্ষণ পর সেটিকে সরিয়ে নেওয়া হয়। গতকাল সকালে সাদিক অ্যাগ্রোর সাত মসজিদ হাউজিং খামারে ছাগলটির দেখা মেলেনি। উচ্ছেদের শিকার হওয়া মোহাম্মদপুর নবীনগর হাউজিং ৭ নম্বর সড়কের খামারেও ছাগলটির দেখা মেলিনি। এই দুই খামারেই প্রতিষ্ঠানটির অন্যান্য ছাগল, দুম্বার দেখা মিললেও পাওয়া যায়নি ১৫ লাখের ছাগলটি। এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি খামার-সংশ্লিষ্ট কেউ। এমনকি সাদিক অ্যাগ্রোর মালিক মো. ইমরান হোসেনকে একাধিকবার কল দিলেও তিনি কল ধরেননি। ১৭৫ কেজি ওজনের ছাগলটি খুঁজতে নবীনগর হাউজিং এলাকার ১৫ ও ১৬ নম্বর সড়কেও যাওয়া হয়। তবে সাদিক অ্যাগ্রোর সেখানকার দুই খামারেও দেখা মেলেনি ছাগলটির। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল উচ্ছেদের পর গাড়িযোগে নিয়ে যাওয়া হয়। মোহাম্মদপুরের চারটি খামারের পাশাপাশি সাভার উপজেলায় আরো একটি খামার আছে প্রতিষ্ঠানটির। আলোচিত ছাগলটি সেখানে নেওয়া হতে পারে।