মুক্তিযুদ্ধবিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতিপদক প্রদান
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক দৈনিক সংবাদের সম্পাদক বজলুর রহমান বাংলাদেশে দায়িত্বশীল সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ ছিলেন। তিনি ২০১২ সালে মরণোত্তর স্বাধীনতা পদক লাভ করেন। ২০০৮ সালে আকস্মিক অকাল মৃত্যুর পর তার পরিবার ও বন্ধুদের সহায়তায় মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধবিষয়ক সাংবাদিকতার জন্য বিশিষ্টজনের সমন্বয়ে গঠিত জুরিবোর্ডের মনোনয়নের ভিত্তিতে বজলুর রহমান স্মৃতিপদক প্রবর্তন করে। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২০২৩ সালের সেরা প্রতিবেদক/নির্মাতাকে পদক ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়েদুল হাসান প্রধান অতিথির আসন অলংকৃত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুরিবোর্ডের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, স্বাগত বক্তব্য প্রদান করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলী, প্রিন্ট মিডিয়ার পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা ও শংসাবচন পাঠ করেন জুরিবোর্ডের সদস্য ফরিদুর রেজা সাগর, ইলেক্ট্রনিক মিডিয়ার পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা ও শংসাবচন পাঠ করেন জুরিবোর্ডের সদস্য এ এসএম সামছুল আরেফিন, সমাপনী বক্তব্য প্রদান করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক। প্রিন্ট মিডিয়ায় যুগ্মভাবে পুরস্কার বিজয়ী দৈনিক ভোরের কাগজের ডেপুটি চিপ রিপোর্টার ঝর্ণা মনি ও দি ডেইলি স্টারের রিপোর্টার আহমাদ ইসতিয়াক এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় পুরস্কার বিজয়ী চ্যানেল আইয়ের স্টাফ করেসপন্ডেন্ট লায়লা নওশীনের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কারের আর্থিকমূল্যের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বিচারপতি ওবায়েদুল হাসান।