সিরাজগঞ্জে মাদকসহ গ্রেপ্তার পাঁচ
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের র্যাব-১২ সদস্যরা পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৫ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তারা হলো, কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের বক্কারের ছেলে মোজাহার, লালমনিরহাটের আদিতমারী উপজেলার মদনপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে আব্দুল মোনা, কুড়িগ্রামের কচুকাটা উপজেলার কেদার গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে আনিছুর রহমান, দক্ষিণ বলদিয়া গ্রামের তমছের আলীর ছেলে সাদ্দাম হোসেন ও ভুরুঙ্গামারী উপজেলার কাঠগিরি গ্রামের মঈন আলীর ছেলে নিজাম উদ্দিন। র্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেন বিপিএম, পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোচা গ্রামে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যানে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৫১ বোতল ফেনসিডিল ও সলংগা থানার ঘুরকা বেলতলা বাজার এলাকায় ভুট্টা ভর্তি ট্রাক থেকে ৫১১ বোতল ফেনসিডিল এবং গতকাল ভোরে বগুড়ার শেরপুর উপজেলার হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস হতে ১২ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক কাজে ব্যবহৃত একটি ট্রাক, একটি কাভার্ড ভ্যান, ৮টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৮৯০ টাকা জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।