হাসপাতালে আরো ২৬ ডেঙ্গু রোগী
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে শুধুমাত্র রাজধানী ঢাকাতেই ১৯ জন রয়েছে। তবে এ সময় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা ৪৬ জনে স্থির আছে। গতকাল শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার ১৯ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩ হাজার ৮৯২ জন। যাদের মধ্যে ২ হাজার ৩৫০ জন পুরুষ (৬০ দশমিক ৪০ শতাংশ) এবং ১ হাজার ৫৪২ জন নারী (৩৯ দশমিক ৬০ শতাংশ)। এ সময় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৬১৫ জন।