বেনজীরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শেষ পর্যায়ে

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আইনজীবী খুরশিদ আলম খান। গতকাল রোববার গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

খুরশিদ আলম খান বলেন, অনুসন্ধান শেষ হলে কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করা হবে। এরপর কমিশন সিদ্ধান্ত নেবে। এছাড়া আরেকটি অনুসন্ধান শুরু হয়েছে। বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিস জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য ২১ দিনের সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ৩১ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে তার নানা অর্থ-সম্পদের বিবরণ তুলে ধরা হয়।