‘বন্ধু’ পুতিনের সঙ্গে সাক্ষাতে আমি উদগ্রীব : মোদি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বন্ধু বলে সম্মোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সোমবার মস্কোর উদ্দেশ্যে দিল্লি ত্যাগের আগে এক বিবৃতিতে তিনি পুতিনকে বন্ধু বলে উল্লেখ করেন।
২২তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন মোদি। সেই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সারবেন দ্বিপাক্ষিক বৈঠকও। খবর তাসের। কূটনৈতিক মহলের মতে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ থেকে প্রতিরক্ষা সমঝোতার বিষয়গুলো উঠে আসতে পারে মোদি-পুতিনের আলোচনায়। দু’দিনের রাষ্ট্রীয় সফর শেষে মোদি রাশিয়া থেকে যাবেন অস্ট্রিয়াতেও। তার পর ১০ জুলাই সেখান থেকে ভারত ফিরবেন তিনি। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন মোদি। শুধু তাই নয়, ২০২২ সাল থেকে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে মোদিকে রাশিয়া যেতে দেখা যায়নি। সেদিক থেকে এই সফর খুবই উল্লেখযোগ্য বলে মনে করছে কূটনৈতিক মহল। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা, ব্রিটেন ও জাপানসহ বিশ্বের শক্তিশালী দেশগুলোর তিরস্কার শুনতে হয়েছে রাশিয়াকে। এমনকি, বহু ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। তবে আমেরিকার চোখরাঙানির পরও রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে চায়নি ভারত। ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করলেও রাশিয়ার বিরুদ্ধে সেভাবে সরব হয়নি ভারত। এমনকি, জাতিসংঘেও রাশিয়ার বিরুদ্ধে কোনো উচ্চবাচ্য করেনি ভারত। এমনকি সম্প্রতি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে যোগ দিলেও রাশিয়াবিরোধী প্রস্তাবে স্বাক্ষর করেনি ভারত। কূটনৈতিক মহলের মতে, ভারতের সঙ্গে রাশিয়ার ব্যবসায়িক সম্পর্ক সুমধুর। তেল, কয়লা থেকে শুরু করে বিভিন্ন সামরিক সরঞ্জাম, রাশিয়া থেকে আমদানি করে ভারত।